Tuesday, March 18, 2014

চীনে তৈরি হচ্ছে একটি ডুপ্লেক্স বাড়ি,মনে হবে বাড়িটি যেন পুরোপুরি ...


চীনে তৈরি হচ্ছে এমন একটি ডুপ্লেক্স বাড়ি, যা দেখলে অনেকেই হয়তো অবাক হবেন। কারণ দেখলে মনে হবে বাড়িটি যেন পুরোপুরি উল্টো হয়ে আছে। অর্থাৎ এর ছাদের দিকটা রয়েছে মাটির দিকে আর নিচের দিকটা উঠেছে আকাশে। তারওপর ছাদের কিছু অংশ ডেবে আছে মাটির নিচে। শুধু তাই নয় এই ঘরে ঢুকতে ব্যবহার করতে হবে দরজা নয় বরং জানালা।image_82054_0


জানা যায়, চীনের পূর্বাঞ্চলীয় শহর সাংহাইয়ে অবস্থিত এই বাড়িটির ভেতরে রয়েছে মোট তিনটি ঘর। তিনটি ঘরেই সমস্ত জিনিসপত্র ঝুলছে উল্টো হয়ে। এমনকি উল্টো হয়ে থাকবে সমস্ত আসবাবও। এই ঘর পর্যটকদের উল্টো হয়ে থাকার অনুভূতি দেবে বলেই নির্মাতাদের বিশ্বাস।


বর্তমানে বিচিত্র এই বাড়িটি নির্মানের শেষ দিককার কাজ চলছে। আশা করা হচ্ছে আগামী এপ্রিলেই তা সবার জন্য খুলে দেয়া হবে। যদিও এটি দেখতে এরইমধ্যে নানা পর্যটক ভিড় করছে চারপাশে। কিন্তু নির্মাতারা কোনোভাবেই পুরো কাজ শেষ হওয়ার আগে এর ভেতরে ঢুকতে দিতে নারাজ।


অবশ্য এটাই যে পৃথিবীতে প্রথম উল্টোবাড়ি তা নয়। এর আগে ২০০৮ সালে এমনই একটি বাড়ি তৈরি হয়েছিল জার্মানির উত্তরাঞ্চলীয় দ্বীপ ইউসডোমে। এছাড়া গত বছর পোল্যান্ডেও পর্যটকদের জন্য এ ধরনের একটি বাড়ি বানানো হয়েছিল। তবে সেগুলো চীনের এই বাড়িটির চেয়ে একটু ভিন্ন আকৃতির ছিল।





Source:


http://ift.tt/1gM4b7Y






The Late News from http://ift.tt/1gYZQAR